blog-image

১০ আগস্ট ২০২১

১ লক্ষ ২৫ হাজার

৮৭৫ শেয়ার

প্রযুক্তি প্রতিষ্ঠান “ওয়েব হাব” এর সাথে বাংলাদেশ অন্যতম সেরা ডেলিভারী কোম্পানী “ই-কুরিয়ার লিমিটেড” এর মাঝে ব্যাবসায়ীক সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। “ওয়েব হাব” মূলত ইকমার্স সল্যুশন,  ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়ার ডেভেলপমেন্ট, ক্লাউড হোস্টিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে থাকে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে ওয়েব হাব সারাদেশে ২০২১ সালের মাঝে ১০০০ ইকমার্স উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে কাজ করছে। ইকমার্স উদ্যোক্তাদের অনেকগুলো সমস্যার মাঝে অন্যতম প্রধান সমস্যা হলো পার্সেল ডেলিভারী। পার্সেল ডেলিভারী সমস্যার সমাধান হিসেবে ডেলিভারী কোম্পানী “ই-কুরিয়ার লিমিটেড” এর সাথে সমঝোতা চুক্তি সম্পাদিত হলো।

 

ওয়েব হাব এর সকল ইকমার্স উদ্যোক্তাদের কে “ই-কুরিয়ার লিমিটেড” অগ্রাধিকার ভিত্তিতে সাপোর্ট এবং সার্ভিস প্রদান করবে। উক্ত সমঝোতা চুক্তি অনুষ্ঠানে “ই-কুরিয়ার লিমিটেড” পক্ষে উপস্থিত ছিলেন “ই-কুরিয়ার লিমিটেড” এর সি.ই.ও বিপ্লব ঘোষ রাহুল, অপারেশন হেড বিজিত কুমার, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অলক এবং “ওয়েব হাব” পক্ষে উপস্থিত ছিলেন “ওয়েব হাব” এর কো-ফাউন্ডার এবং সি.ই.ও মো রুবেল মাহমুদ এবং সি.এস.ও মোঃ রাশিদ আবিদ।

এই চুক্তির ব্যাপারে “ই-কুরিয়ার লিমিটেড” এর সি.ই.ও জনাব বিপ্লব ঘোষ রাহুল বলেন যে, এই চুক্তি সম্পাদিত হওয়ার আগে “ওয়েব হাব” এর টপ ম্যানেজমেন্ট এর সাথে আমার এবং আমার টিম লীডারদের অনেক বার আলোচনা হয়েছে। ইকমার্স ইন্ডাস্ট্রি তে নতুনদের নিয়ে “ওয়েব হাব” এর টিম ম্যানেজমেন্ট এর সকল প্রকার চিন্তা ভাবনাই আমাকে উক্ত চুক্তি সম্পাদনে আগ্রহী করে তুলেছে। ইকমার্স ইন্ডাস্ট্রি নিয়ে তাদের চিন্তা ভাবনার অংশীদার হতে পেরে টীম ই-কুরিয়ার খুবই খুশি।

 

“ওয়েব হাব” এর সি.ই.ও মোঃ রুবেল মাহমুদ বলেন যে, ২০১১ সাল থেকে ইকমার্স ইন্ডাস্ট্রি তে কাজ করছি এবং এই ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতা থেকে আমি জানি যে অনলাইনে ব্যাবসা করতে হলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। সে অভিজ্ঞতা থেকেই “ওয়েব হাব” এর যাত্রা শুরু। ইকমার্স ইন্ডাস্ট্রি তে অনেক সমস্যার মাঝে অন্যতম প্রধান সমস্যা হলো নিশ্চিন্তে নিরাপদে প্রোডাক্ট ডেলিভারী। কুরিয়ার ইন্ডাস্ট্রী তে মার্কেট লিডার “ই-কুরিয়ার লিমিটেড” এর “ওয়েব হাব” এই সমঝোতা চুক্তিটি আমাদের সকল ক্লায়েন্টদের ডেলিভারী সমস্যার সমাধান। উক্ত চুক্তি সম্পাদনে “টীম ই-কুরিয়ার” কে ধন্যবাদ জানাই।

“ওয়েব হাব” এর সি.ই.ও মোঃ রুবেল মাহমুদ আরো বলেন যে, শুধু মুনাফা করতে নয় বরং সার্টিফাইড বেকারদের বেকারত্ব দুরীকরণে শুরু আমাদের এই উদ্যোগ। আপনার ইকমার্স ব্যাবসা পরিচালনা করতে যাবতীয় কিছুতে আমরা সাপোর্ট দিবো। একদম শুরু থেকে বললে আপনার কোম্পানীর লোগো ডিজাইন থেকে শুরু করে ট্রেড লাইসেন্স, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং সহ সব কিছুতে “টিম ওয়েব হাব” আপনার ছায়া সঙ্গী হয়ে সাপোর্ট দিবে। আপনি শুধু আমাদের কাছ থেকে সার্ভিস নেন, ব্যাবসা শুরু করুন এবং শুধু ব্যাবসাই করুন, অন্য সকল চিন্তা ভাবনা আমাদের উপর ছেড়ে দিন।


ব্লগ টি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে

সর্বনিম্ন মার্কেটিং খরচে সর্বোচ্চ সেল জেনারেট

কোডিং দক্ষতা ছাড়াই পরিচালনা করুন নিজের ওয়েবসাইট, অটোমেশন টুলস ও শক্তিশালী ফানেল এর মাধ্যমে উপভোগ করুন সর্বোচ্চ কনভার্সন

যোগাযোগ করুন