REFUND POLICY

রিফান্ড পলিসি

১. রিফান্ডের যোগ্যতা

  • সাবস্ক্রিপশন ফি: প্রথম সাবস্ক্রিপশনের বা সাবস্ক্রিপশন রিনিউ করার পরিপ্রেক্ষিতে ১৫ দিনের মধ্যে রিফান্ডের জন্য আবেদন করলে ৫০% রিফান্ড পাওয়া যাবে।
  • ডোমেইন চার্জ: ডোমেইন চার্জের ক্ষেত্রে শুধুমাত্র অর্ডার কনফার্মেশনের পূর্বে রিফান্ডের আবেদন করলে সম্পূর্ণ রিফান্ড পাওয়া যাবে। অর্ডার কনফার্মেশনের পর রিফান্ড পাওয়া যাবে না।
  • অ্যাডঅন ফি: অ্যাডঅন ফি’র ক্ষেত্রে শুধুমাত্র অর্ডার কনফার্মেশনের পূর্বে রিফান্ডের আবেদন করলে সম্পূর্ণ রিফান্ড পাওয়া যাবে।

২. যে ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়

  • সাবস্ক্রিপশন ফি’র ক্ষেত্রে ১৫ দিনের পর রিফান্ড হবে না।
  • ডোমেইন অর্ডার কনফার্মেশনের পর রিফান্ড হবে না।
  • অ্যাডঅন অর্ডার কনফার্মেশনের পর রিফান্ড হবে না।
  • কোনো প্রকার কাস্টমাইজেশন ফি রিফান্ড হবে না।
  • কোনো প্রকার সার্ভিস চার্জ রিফান্ড হবে না।

৩. রিফান্ড প্রক্রিয়া

  • রিফান্ডের জন্য আবেদন করতে ইমেইল করুনsupport@storex.com.bd এই ঠিকানায়। অর্ডার আইডি, ইউজার আইডি এবং সমস্যার বিবরণ দিন।
  • আবেদন যাচাই: আবেদন যাচাই করে ৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রসেস করা হবে।
  • রিফান্ড প্রদান: রিফান্ড অ্যাপ্রুভ হলে ৩-৫ কার্যদিবসের মধ্যে টাকা ফেরত দেয়া হবে।

৪. রিফান্ড প্রক্রিয়ার মাধ্যম

  • রিফান্ড প্রদান করা হবে নিম্নোক্ত মাধ্যমে: বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার।
  • নোট: রিফান্ডের ক্ষেত্রে শুধুমাত্র মূল অর্থ ফেরত দেয়া হবে, কোনো অতিরিক্ত চার্জ (যেমন: বিকাশ/নগদ/ব্যাংক চার্জ) ফেরত দেয়া হবে না।

৫. ব্যতিক্রম

নিম্নোক্ত ক্ষেত্রে রিফান্ডের জন্য আবেদন গ্রহণযোগ্য হবে না:

  • অপব্যবহার বা প্রতারণা।
  • রিফান্ড নীতিমালা লঙ্ঘন।
  • প্রযোজ্য আইন লঙ্ঘন।
  • অন্যান্য সংস্থার আইন লঙ্ঘন।

৬. রিফান্ড পলিসি আপডেট করার অধিকার

স্টোরেক্স যেকোনো সময় এই নীতিমালা পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত/আপডেটেড নীতিমালা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

যোগাযোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
ইমেইল:support@storex.com.bd
ফোন: ০১৯১৩ ০৩০ ৩২০

সর্বশেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫

নিড হেল্প?
019 50 60 60 20
info@storex.com.bd
৬/এ,লিফট-৬,ডিএম ভবন-২,
বসিলা গার্ডেন সিটি, ঢাকা-১২০৭
যুক্ত হন আমাদের কমিউনিটিতে
facebook
instagram
youtube
community
পেমেন্টের মাধ্যমে
payment
গর্বিত সদস্য
  • Member 1

    DNCC/032591

  • Member 2

    ID NO 1255

StoreX © 2025 | Powered by StoreX